সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ধর্ষণ মামলায় বৃক্ষপ্রেমিক মানবসেবক আঃ হামিদ গ্রেফতার

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১৫:৫৩

ধর্ষণ মামলায় বৃক্ষপ্রেমিক মানবসেবক আঃ হামিদ গ্রেফতার

নেত্রকোনায় বহুল পরিচিত বৃক্ষপ্রেমিক মানবসেবক আব্দুল হামিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক বুদ্ধি প্রতিবন্ধীর মা নেভী আক্তার। অভিযোগ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, নেভী আক্তার এর একমাত্র মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী রাইসা আক্তার স্মৃতি (১৬)। ২বছর পূর্বে নেত্রকোনা সার্কিট হাউজ মোড়ে আব্দুল হামিদ (৬৭) এর ভেষজ জাতীয় ঔষধের দোকানে আঃ হামিদ এর সাথে স্মৃতির পরিচয় হয়। আঃ হামিদ স্মৃতিকে দেখে সুস্থ করে তুলবে বলে আশ্বস্ত করে।

সুস্থ করার মিথ্যা আশ্বাস দিয়ে ভিকটিমের সাথে প্রায়শঃই দেখা করে আঃ হামিদ। চিকিৎসার নামে ঔষধের কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্মৃতিকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে বৃক্ষপ্রেমিক মানবসেবক নামে খ্যাত আঃ হামিদ। স্মৃতি গত ১০ মার্চ ১১ টার দিকে সার্কিট হাউজ মোড়ে আঃ হামিদের দোকানে যায়। ঔষধ দিবে বলে আঃ হামিদ তার দোকানের পার্শ্বে পরিত্যক্ত একটি ঘরে স্মৃতিকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আঃ হামিদ।

ভিকটিম স্মৃতি নেত্রকোনা পৌরসভার খতিব নগুয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমান ও নেভী আক্তার দম্পতির একমাত্র মেয়ে। ধর্ষক আব্দুল হামিদ (৬৭) পৌরসভার বনোয়াপাড়া এলাকার বাসিন্দা হলেও তার গ্রামে বাড়ি কেন্দুয়া থানার রামপুর বাজারে। আঃ হামিদের ১স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

বৃদ্ধ ধর্ষক আঃ হামিদ দীর্ঘদিন যাবৎ নেত্রকোনায় মানবসেবা করে বেশ সুনাম কুঁড়েছিল। তার বৃক্ষপ্রেমিক মানবসেবক আব্দুল হামিদ নামে ফেসবুক আইডিতে তার সেচ্ছাশ্রমের বিভিন্ন কর্ম ও প্রশাসনের কর্তাদের সঙ্গে ছবি পাওয়া যায়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ বলেন, মানব সেবক নামক খ্যাত আঃ হামিদকে একটি ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতাল, নেত্রকোনায় এবং ২২ ধারার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top