রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানে ২ জন আহত

Nasir Uddin | প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ ) রাত ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামকস্থানে জিরো লাইনের পাশে এই ঘটনা ঘটে। মিয়ানমাারের যেকান থেকে গুলি ছোড়া হয়েছে সে এলাকা আরকান আর্মির দখলে।

গুলিবিদ্ধরা হলেন- নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুমের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর (১৯) ও আব্দুল হাকিমের ছেলে হোসাইন। এর মধ্যে গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে কক্সবাজার জেলা, উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হোসাইনকে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে ছেড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

আহতের পরিবারের অভিযোগ, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় ওই দুই জন। এসময় কাঁটাতারের ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর ও হোসেন।

তবে স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় শূন্য লাইন থেকে পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা কবরস্থান পোস্ট থেকে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় বাংলাদেশি একজনের পায়ে ও অপরজনের পিঠে গুলি লাগে।

এবিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top