বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে পুড়ে ছাই ১৮ দোকান, আগুনের সূত্রপাত কিভাবে?

রাজীব রায়হান | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১১:৪৭

ছবি: সংগৃহীত

নোয়াখালী মান্নান নগর বাজারে মুদি ও সেলুনসহ ১৮টি দোকান পুড়ে গেছে। শনিবার (২২ মার্চ) রাত পৌনে ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন মঞ্জু বলেন, রাত পৌনে ১টার দিকের ঘটনা। দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুন লাগে। পরে তা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে হোটেলের চুলা নাকি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ১৮টি দেকান পুড়ে গেছে। বাজারের একটি হোটেল দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে, ২০২৪ সালের ৩০ মার্চ রমজানের মধ্যে মান্নান নগর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top