বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু

Nasir Uddin | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:১১

ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হল। সোমবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেরার বাঁশবাড়িয়া ঘাটে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে ফেরি সার্ভিস উদ্ধোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এর আগে এই রুটে ফেরি চলাচল করেনি কখনও। এর ফলে চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

জানা গেছে, বাঁশবাড়িয়া থেকে ফেরিতে করে সন্দ্বীপে যাবেন উপদেষ্টারা। সেখানে সুধী সমাবেশে যোগ দিবেন তারা। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।

দীর্ঘদিন ধরে নিরাপদ নৌযান চালুর দাবিতে আন্দোলন করে আসছিল আমরা সন্দ্বীপবাসীসহ বিভিন্ন সংগঠন। ২০১২ সালে নির্মিত জেটি অব্যবহৃত থাকলেও, ২০২২ সালে সরকার ফেরি সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়। তবে অবকাঠামোগত সমস্যার কারণে তা বাস্তবায়ন বিলম্বিত হয়।

ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। ফেরি চলাচলের মাধ্যমে সন্দ্বীপে যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় লোকজন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top