চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭
রাজীব রায়হান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৫, ১১:৩০

চট্টগ্রামের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।