বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Nasir Uddin | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের মত এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসবে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখানে (বাংলাদেশে) সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা কোথাও নেই। আপনারা আশপাশে দেখেন কোথায় কত কী ঘটে। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্ট্রান সব ভাই-বোনেরা এক সঙ্গে কাজ করি।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানি ভালো ছিল। নদী যেন সবসময় ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পূণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি। সবাইকে ধৈর্য্য ধরে পুর্ণ্য স্নান করার আহবান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাতে কোনো বিশৃঙ্খল না হয় সে জন্য সব রকমের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস-সবাই মিলে এক সঙ্গে কাজ করছে। সেই সঙ্গে সবরকমের ব্যবস্থা রয়েছে সেবা দেয়ার জন্য। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আমাদের এখানে হিন্দু-মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কোন ভেদাভেদ নেই। আমরা এখানে সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবেই আমরা সবাই এখানে এসেছি। এখানে পুর্ণ্য স্নান করে আমরা সবাই যাতে পুর্ণ্য থাকতে পারি সেটাই প্রত্যাশা করছি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকে আছেন মিথ্যা সংবাদ দিলে প্রচার বেশি হয়, বেশি পয়সা পায় এজন্য তারা মিথ্যা সংবাদ দেন। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্য সংবাদ দিন। তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দিবেন না। সত্যি সংবাদ দিবেন।

লাঙ্গলবন্দকে পযর্টন নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ সর্ম্পকে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কিভাবে এখানে পযর্টন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় সেটি দেখা হচ্ছে। এটা পর্যটন কেন্দ্র থেকে বেশি হচ্ছে পুর্ণ্য ভূমি। পযর্টন কেন্দ্র হলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যাতে নষ্ট না হয় সেবিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের পুলিশর ডিআইজি আওলাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top