সাতক্ষীরায় প্লাবিত এলাকায় কোস্ট গার্ডের চিকিৎসা সেবাসহ ত্রাণ সামগ্রী বিতরণ
Nasir Uddin | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১৫:০৩

খুলনা প্রতিনিধি: সাতক্ষীরা ও খুলনার উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবাসহ ত্রাণ ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ এপ্রিল) এ অঞ্চলের প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন কোস্ট গার্ড পশ্চিম জোন।
এসময় তিন শতাধিক পরিবারকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া ২৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ কর্মসূচি এবং মেডিকেল ক্যাম্পেইনের নের্তৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট রায়হানুল জান্নাহ (এএমসি)।
এ সময় তিনি বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।