গণহত্যার মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ২০:৪৮

জুলাই গণহত্যার ঘটনায় করা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
গ্রেপ্তার দুজন হলেন নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সাইফুল ইসলাম ও রাঙামাটি জেলারি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
নরসিংদীর গণহত্যার মামলার পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে আজ গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।
এ ছাড়া রাঙামাটিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রবিবার দুপুরে হেফাজতে নেয় পুলিশ। পরে আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।