মেহেরপুরে মুজিবনগর দিবসে বিশেষ আয়োজন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৬

১৭ এপ্রিল বৃহস্পতিবার। মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার আম্রকানন। শপথ নেয় যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। নতুন সরকারকে দেয়া হয় গার্ড অব অনার। এ সরকারের নেতৃত্বে অর্জিত হয় দেশের স্বাধীনতা।
প্রতিবছর এই আম্রকাণনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। চলছে স্মৃতিসৌধ ধোয়া মুছা ও পরিষ্কার পরিচ্ছনতার কাজ। বিভিন্ন স্থাপনা ও গাছগুলো সাদা রঙে করা হচ্ছে সুসজ্জিত।
দিনটিকে ঘিরে আম্রাকাননে আসবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম। সকালে সূর্যদোয়ের পর মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপদেষ্টা ফারুক ই আজম। এরপর তাকে গার্ড অব অনার প্রদান ও পরিবেশন করা হবে জাতীয় সঙ্গীত।
স্মৃতিস্তম্ভে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারা। এরপর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য সকলের জন্য সুযোগ করে দেওয়া হবে।
পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, দিনটিকে ঘিরে আম্রকাননকে ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে সিসিটিভি। এছাড়াও সাদা পোশাকে কাজ করবে পুলিশ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।