মুজিবনগর দিবসে আমবাগানে এসে যা বললেন ফারুক-ই আজম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৭

২৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। দিনটি স্মরণ রাখতে নেয়া হয়েছে নানা আয়োজন। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন ফারুক-ই আজম বীর প্রতীক। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম বাগানে ঐতিহাসিক যে সরকার শপথ নিয়েছিল তা আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়। আমরা গতকালে ফিরে যেতে পারব না। ইতিহাসের উপর কোন কিছু আরোপ করা যায় না। এখানে যে সরকার গঠন করা হয়েছিল সেই বিষয়টি অমলিন থাকবে। এটি চিরকাল শ্রদ্ধা ভালোভাসার মধ্য দিয়ে সবাইকে স্মরন রাখা দরকার। কারণ ইতিহাস কখনও মুছা যায়না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স এর উন্নয়ন বিষয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, এখানে যা কিছু করা হবে তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই করা হবে। এর বাইরে কোন কিছু আরোপিত করা হবে না। কোন কিছুর সত্যতার ইতিহাস মোচনও হবে না।
ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, সত্যিকারের মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।