বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইউএনওর রায়ে ক্ষেপলেন সাংবাদিকরা, অবশেষে সাজা প্রত্যাহার, কী ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:০২

ছবি: সংগৃহীত

অবশেষে সাংবাদিকদের আন্দোলনের মুখে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে জামিন দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সাতক্ষীরা) রিপন বিশ্বাস। এর আগে, সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কারাদণ্ডের প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়। আলটিমেটামে টিপুকে নিঃশর্ত মুক্তি এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের অপসারণ দাবি করা হয়। জেলা শহর সাতক্ষীরায় মানববন্ধনও করেন সাংবাদিকরা।

সাংবাদিকরা অভিযোগ করেছেন, দুর্নীতির খবর প্রকাশের প্রতিশোধ নিতেই টিপুকে একতরফা শাস্তি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন তালা উপজেলা কমপ্লেক্স ভবনের কাজে নির্মাণসামগ্রী যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক টিপু। তথ্য সংগ্রহকালে সেখানে দায়িত্বরত উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে আদালত বসিয়ে সাংবাদিক টিপুকে জেল-জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।

এ ব্যাপারে রাসেল বলেন, সাংবাদিক টিপু আমার একজন কর্মকর্তাকে মারধর করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাক্ষ্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রোকনুজ্জামান টিপুর কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন জেলাতেও। এসব সমাবেশ থেকে টিপুর মুক্তির দাবি জানানো হয়। এছাড়া এ দাবিতে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে‌ স্মারকলিপিও দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে এক কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই -এলাহী। সাংবাদিক আবুল কাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ মফস্বল ফোরামের সভাপতি আবু জাফর, তালা মফস্বল ফোরামের সভাপতি এম এ ফয়সাল, বাংলাদেশ প্রতিদিন সাংবাদিল মনিরুল ইসলাম, দিপ্তটিভির সাংবাদিক রঘুনাথ খাঁসহ অনেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top