শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

উজিরপুরে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ

Nasir Uddin | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৪

ফাইল ছবি

বরিশালের উজিরপুর থানার সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো মেজবাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো হালিম বিশ্বাসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি অর্থের বিনিময়ে শেখ হাসিনা সরকারের আমলের আওয়ামীলীগের এক নেতাকে বিএনপির দলে জায়গা পেয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী।

বিএনপির অন্য নেতা কর্মীদের অভিযোগ, মেজবাউদ্দিন আহমেদ ও হালিম বিশ্বাস দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, মাছের ঘের দখলসহ নানা ধরণের অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন । এছাড়া আজিজুল সরদার নামে এক ব্যাক্তিকে ইউনিয়ন সহ-সভাপতি করা হয়েছে, যিনি দলের সাথে সম্পৃক্ত নেই। নেতা কর্মীরা জানিয়েছেন টাকার বিনিময়ে এমন একাধিক পদ বাণিজ্য করেছেন বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক।

এমনকি গত বছরের পাঁচ অগাস্ট আওয়ামী সরকারের পতনের পরে টাকার বিনিময়ে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো মিজানুর রহমান মিয়াকে বিএনপির সহ কোষাধ্যক্ষ পদে যায়গা দিয়েছেন।

আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে প্রকাশ্যে একাধিক বৈঠকও করেছেন মেজবাউদ্দিন আহমেদ ও হালিম বিশ্বাস। এ নিয়ে দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের এই অপকর্মের পরেও পার পেয়ে যাবার পেছনে কেউ কেউ থানা কমিটিকেও দুষছেন। দল এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিবে বলে নেতা কর্মীদের প্রত্যাশা। তরুণ ও মেধাবীদেরকে নিয়ে আগামীতে কমিটি হবে বলে তাদের প্রত্যাশা।

মো মিজানুর রহমান মিয়া (বাম পার্শে)

এবিষয়ে অভিযুক্ত মেজবাউদ্দিন আহমেদকে ফোন করলে তিনি জানান, মো মিজানুর রহমান আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এটা তার জানা ছিল না। তবে এসব জানার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আপাতত তার পদ স্থগীত রাখা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top