রাঙামাটিতে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৫

Nasir Uddin | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:০৮

ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালীতে অটোরিকশা (সিএনজিচালিত) ও পিকআপভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার (২৬ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন- রাউজান ডালারমুখ ৯ নম্বর ওয়ার্ডের তোরাব আলী ড্রাইভার (৫০), বেতবুনিয়া মনারটেকের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরনাহার বেগম (৪০), হাটহাজারী ইছাপুর ছাত্তারঘাট এলাকার স্থানীয় বাসিন্দা ইউসুফ চৌধুরী (৬০)। তবে বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশাকে চাপা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে তিন জন নিহত ও একজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।

কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফ আই ইসহাক গণমাধ্যমকে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top