সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ, অত:পর যা হলো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মে ২০২৫, ১৬:৩৩

শনিবার (৩ মে) দিবাগত রাত ২ টা। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ। ওই ১০ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক করে তাদেরকে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেয়া হয়েছে।
যারা আটক হয়েছেন তারা জানান, বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে। বলেন, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেয়ার পর বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে বিজিবি সদস্যরা টহলের সময় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ দেখতে পান। এ সময় বাংলাদেশ সীমান্ত থেকে ১০ জনকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় পাঠানো হয়েছে।
আটক ১০ জনই বাংলাদেশি। এরা হলেন- যশোরের সাইফুল ইসলাম মুন্না, তাজ উদ্দীন মোল্লা, দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস, খুলনার সেজুতি রায় ও কৌশল্লা, নড়াইলের অরচনা রানী সরকার ও তারেক হোসেন এবং সাতক্ষীরার প্রসেনজিত দাস।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।