সংঘর্ষ ও লাঞ্ছনা: কুয়েট শিক্ষকদের একাডেমিক কার্যক্রম বয়কট

Nasir Uddin | প্রকাশিত: ১৯ মে ২০২৫, ২০:০১

ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনার বিচার বিলম্বিত হওয়ায় অসন্তোষসহ পাঁচ দফা দাবিতে ভিসির কার্যালয়ে একঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। সোমবার (১৯ মে) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়েটের প্রশাসনিক ভবেনের সামনে ও উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা এ কর্মসূচী পালন করেন।

তারা অভিযোগ করেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণেই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় তারা।

এদিকে, শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। তবে এসময় উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

কর্মসূচী শেষে কুয়েট শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, 'ফ্রেব্রুয়ারি মাসে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কুয়েটে অচলাবস্থা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করেছিলেন। এরপর হঠাৎ করে তিনি থেমে যান। আজ সকালে উপাচার্যের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তখন তিনি আমাদের উল্লেখযোগ্য তেমন কিছু বলতে পারেননি। এটা দুঃখজনক।'

সমিতির সভাপতি ড. মো. সাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'শিক্ষকরা শারীরিক ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। আমরা গতকাল ভিসি স্যারকে সময় দিয়েছিলাম আজ দুপুর ১২টা পর্যন্ত বিচারিক কার্যক্রম শেষ করতে। আমরা আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত দেখব। পরে শিক্ষকরা যেটা চান সে অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।'

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top