মসজিদেই ধর্ষণ ও হত্যা—ইমাম-মুয়াজ্জিনের ঘৃণ্য মুখোশ উন্মোচিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১২:৪৫

সে খেলতে গিয়েছিল... আর ফিরে আসেনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাবলিপাড়ার এক মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয়েছে ৯ বছরের ময়না আক্তারের রক্তাক্ত ও বিবস্ত্র মরদেহ।
শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল ময়না। মাইকিং, খোঁজাখুঁজি—সব ছিল, কিন্তু পরদিন সকালে এক নির্মম দৃশ্য অপেক্ষা করছিল।
একদল শিশু মসজিদের দোতলায় গিয়ে দেখতে পায়—রক্তমাখা শরীর, নিস্তেজ মুখৃ ময়না আর বেঁচে নেই। ময়না ছিল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী, পাশাপাশি একটি মাদরাসাতেও পড়ত।
আর তারপর... পুলিশ এসে গ্রেফতার করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। যে স্থানে শিশুদের ধর্ম শিখিয়ে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানেই নাকি তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে—এমনই প্রাথমিক ধারণা পুলিশের।
এই কি আমাদের সমাজ? এই কি আমাদের বিশ্বাসের স্থান? এখনো তদন্ত চলছে। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মামলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আমরা চাই—এই নির্মম হত্যাকাণ্ডের বিচার হোক দ্রুত, হোক দৃষ্টান্তমূলক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।