যথেষ্ট সহ্য করেছি’—জামালপুরে স্বাস্থ্য সহকারীদের প্রতিবাদ কর্মসূচি
তানিয়া আক্তার | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৭:১৫

চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’-সহ ছয় দফা দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
গতকাল (মঙ্গলবার, ৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এতে জেলার সাত উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।
তাদের অভিযোগ—দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। চাকরি জীবনের শুরু থেকে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও যথাযথ মর্যাদা ও গ্রেড পাচ্ছেন না।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায়ে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।