শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সাগরের ঢেউয়ে ডুবল স্বপ্ন, আসিফের জীবনের শেষ দৃশ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

বন্ধুরা ফিরেছেন হলে, আর আসিফ আহমেদ ফিরছেন কফিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই তরুণ শিক্ষার্থী এখন শুধুই স্মৃতি। বুধবার সকালে কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র সৈকতে ভেসে ওঠে আসিফের নিথর দেহ। দিনটা যেন কষ্টের, কান্নার, আর অপূর্ণতার এক নিঃসঙ্গ সাক্ষী।

হিমছড়ির ঢেউয়ে হারিয়ে যাওয়া তিন বন্ধুর মধ্যে প্রথম দিনেই উদ্ধার হয় সাদমান রহমান সাবাবের মরদেহ।আজ, দ্বিতীয় দিন—ভেসে এল আসিফ। তাদের আরেক সঙ্গী, অরিত্র হাসান—তিনি এখনও নিখোঁজ। সমুদ্র গিলে ফেলেছে কি না, কেউ জানে না।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, হিমছড়ি সৈকতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। যেখানে তরঙ্গ ছিল উচ্ছ্বল, এখন সেখানে নেমেছে এক গভীর নীরবতা।

আর নারুলিতে, আসিফের বাসায় চলছে বুকফাটা আহাজারি।মা-বাবা, স্বজন, প্রতিবেশীরা কেবল বলছেন—এমন মৃত্যু যেন কোনো পরিবার না দেখে, কোনো মা আর তার ছেলেকে এমনভাবে না হারায়।

মৃত্যুর আগে যে তরুণ ছিল হাজার স্বপ্নে ভরপুর, আজ তার জন্য খোঁড়া হচ্ছে স্থায়ী নীরবতার ঠিকানা। বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফেরার কথা ছিল। কিন্তু সবার ফেরার সময়, আসিফ ফিরছেন কাঠের বাক্সে, সাদা কাফনে।

এই দৃশ্য শুধু হৃদয়বিদারক নয়, এই দৃশ্য একটিই কথা বলে—সমুদ্র যে শুধু ভালোবাসার জায়গা নয়, কেড়ে নিতে পারে হাসিমুখও। সমুদ্রের ঢেউ দেখার আগে একটু চিন্তা করুন। কারণ, একবার হারিয়ে গেলে ফেরত আনা যায় না—আসিফদের মতো প্রিয় মানুষদের।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top