বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

শুধু কুচকাওয়াজ নয়—শপথের দৃপ্ত উচ্চারণ: বিজিবির নতুন অধ্যায় শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৬:০৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হলো এক গর্বের অধ্যায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের ৬৯৪ জন নবীন সৈনিক আজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ নিয়েছেন। এই ঐতিহাসিক আয়োজন হয় বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিঅ্যান্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে।

সকাল থেকেই ছিল সাজসাজ রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

এই ব্যাচে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রিক্রুট দীর্ঘ ২৪ সপ্তাহের কঠোর ও কষ্টসাধ্য মৌলিক প্রশিক্ষণ শেষ করে আজ শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে থেকে বাছাই করা হয় সেরা চৌকস রিক্রুট।

১০৩তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস সৈনিক নির্বাচিত হন বক্ষ নম্বর ৫৭৪ সাইফ মিয়া। তাকে এবং অন্যান্য সেরা রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবি মহাপরিচালক।

এই দিন শুধু একটি কুচকাওয়াজ নয়, বরং এই দিন একটি নতুন যাত্রার সূচনা—দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের শপথ, আত্মত্যাগের প্রস্তুতি, এবং সীমানার অতন্দ্র প্রহরী হয়ে ওঠার অঙ্গীকার। বাংলাদেশের সীমান্ত রক্ষায় যাদের হাত ধরে ভবিষ্যৎ আরও নিরাপদ হবে, তাদের জন্য রইলো শ্রদ্ধা, শুভেচ্ছা ও শুভকামনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top