প্রথমবার সাপের এক্স-রে! কলাপাড়ায় বন্যপ্রাণী রক্ষায় সাহসী পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৭:৩১

এটি এক অনন্য, অভূতপূর্ব মানবিক উদ্যোগের গল্প—যেখানে বিষধর সাপের জন্য করা হলো এক্স-রে! একটা বিষধর কাল নাগিনী সাপের জন্য করা হয়েছে চিকিৎসা আর এক্স-রে, যা বাংলাদেশে বিরল ঘটনা বললেও কম বলা হয়।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়। রঙে সবুজ, আর শরীরে লাল-কালো ডোরাকাটা চিহ্ন—প্রায় তিন ফুট দীর্ঘ এই সাপটিকে স্থানীয়রা লাঠিপেটা করছিল আমতলীর পূজাখোলা এলাকায়। ঠিক তখনই এগিয়ে আসেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সাহসী সদস্যরা।
সাপটিকে উদ্ধার করে তারা বুঝতে পারেন—সাপটি আহত, নড়াচড়া করছে না, শ্বাস প্রশ্বাসেও সমস্যা। পরে ভেটেরিনারি সার্জনের পরামর্শে, কলাপাড়া পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে রাত ১০টায় নিয়ে যাওয়া হয় সাপটিকে। এবং প্রথমবারের মতো একটি বিষধর সাপের এক্স-রে করা হয়!
এক্স-রেতে দেখা যায়, সাপটির মধ্যভাগের হাড়ে ফাটল ধরেছে। এই খবর শুনে চিকিৎসা শুরু করা হয় দ্রুত। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান—কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক স্যারের সহযোগিতায় আমরা সাপটিকে এক্স-রে করতে সক্ষম হয়েছি। এখন আমরা সাপটিকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছি উন্নত চিকিৎসার জন্য।
এই ঘটনা শুধু প্রাণীর প্রতি ভালোবাসার উদাহরণ নয়, এটা একটি ম্যাসেজ—প্রতিটি প্রাণীর জীবন গুরুত্বপূর্ণ। সাপ, গুইসাপ, বা বন্যপ্রাণী—কারোরই জীবন বিনা কারণে নেওয়া উচিত নয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।