বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জাতীয় ফুল কি নির্বাচনী প্রতীক হতে পারে না? শাপলা নিয়ে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১৫:১৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচনী অঙ্গনে ফের বিতর্কের ঝড়—এবার কেন্দ্রবিন্দুতে ‘শাপলা’ প্রতীক। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ফুলকে যুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের কারণ?

শাপলা আমাদের জাতীয় ফুল—এটি জাতীয় প্রতীকের অংশ। সেই সম্মান রক্ষায় নির্বাচন কমিশন বলছে—আইন অনুযায়ী আগে যেমন শাপলা বাদ দেওয়া হয়েছিল, এবারও সেই সিদ্ধান্ত বহাল থাকছে।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। তাদের পছন্দের তালিকায় ছিল শাপলা, পাশাপাশি বিকল্প হিসেবে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’। কিন্তু ইসি জানিয়ে দিয়েছে—শাপলা প্রতীক হিসেবে নয়। তবে নতুন প্রতীক হিসেবে যুক্ত হচ্ছে ‘দাঁড়িপাল্লা’।

এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন—শাপলা যদি প্রতীক হতে না পারে, তবে ধানের শীষ, পাটপাতা কিংবা তারা চিহ্নও হতে পারে না। এগুলোও জাতীয় প্রতীকের অংশ।

তিনি আরও বলেন—জাতীয় ফল কাঁঠাল যখন মার্কা হতে পারে, তখন শাপলা কেন নয়? তাঁর ভাষায়—শাপলা দেখে ভয় পান? তাহলে আগে থেকেই বলেন! বর্তমানে ইসির প্রতীক তালিকায় রয়েছে ৬৯টি প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই সংখ্যা ১০০ ছাড়াতে চায় নির্বাচন কমিশন, তাই তফসিল সংশোধনের প্রস্তুতি চলছে।

তবে প্রশ্ন রয়ে যায়—জাতীয় প্রতীকের সম্মান রক্ষার নামে কি এক ধরনের পক্ষপাত হচ্ছে? নাকি প্রতীকের পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? এই বিতর্ক এখন শুধু প্রতীকের নয়, রাজনীতির প্রতিচ্ছবি হয়ে উঠছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top