বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৬:২৭

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঘোষণা করেছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা।

বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক এ.এইচ.এম কামরুজ্জামান। এ সময় নাসিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রশাসক জানান, এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে থাকছে সর্বোচ্চ বরাদ্দ।

অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভর্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, আইটি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

পাশাপাশি যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিককরণ, খেলার মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহে গুরুত্ব দেওয়া হবে। বাজেট শেষে প্রশাসক নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top