রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার দাবিতে অবস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১৬:০০

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করছে।

রোববার সকাল সাড়ে ৯টায় ছাত্রদল নেতা ও কর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয় এবং অবস্থান শুরু করেন। পরে তাঁরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এর ফলে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ পর্যন্ত শুরু করতে পারেনি রাকসু নির্বাচন কমিশন।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি। তারা ফি দিয়েছেন, কিন্তু ভোটার হতে পারছেন না। আমরা বৈষম্য দূর করে কর্মসূচি শেষ করবো।

সংহতি জানিয়ে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করছে। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top