নুরাল পাগলা দরবার হামলায় মামলা, আসামি সাড়ে ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র দরবার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩ থেকে সাড়ে ৩ হাজার জনকে।

শনিবার ভোরে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। এতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ শেষে জনতা দরবারের দিকে গেলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

এসময় বিক্ষুব্ধ জনতা ইউএনও’র গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও ওসির গাড়ি ভাঙচুর করে। দুজনকে পিটিয়ে ও ইটপাটকেল ছুঁড়ে আহত করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধরা নুরাল পাগলার বাড়ি ও দরবার শরিফে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এমনকি তার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড়ে এনে পুড়িয়ে ফেলে।

গোয়ালন্দ থানার ওসি রাকিবুল ইসলাম জানিয়েছেন—হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে, আসামি কয়েক হাজার জন। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top