লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮

লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে যায়। মুহূর্তেই ডুবে যায় পুরো বাসটি।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী বাসটি প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। প্রাথমিকভাবে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে স্থানীয়দের অভিযোগ—ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষয়ক্ষতি বেড়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানিয়েছে, বাসের বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।