বরিশালে ৩৩ বছর পর তেঁতুলিয়া নদী থেকে জাহাজ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

বরিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলিয়া নদী থেকে অবশেষে উদ্ধার হলো ৩৩ বছর আগে ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ।
১৯৯২ সালের আগস্টে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে খুলনার পথে ঝড়ে পড়ে ডুবে যায় ‘এমবি মোস্তাবি’ নামের জাহাজটি। তখন কিছু মাল উদ্ধার হলেও জাহাজ তোলা সম্ভব হয়নি।
২০০৫ সালে নিলামে কিনে নেন এক ঠিকাদার। কিন্তু দীর্ঘ এক যুগ চেষ্টার পরও সাফল্য মেলেনি। অবশেষে চার মাস আগে চর খনন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৭০ ফুট নিচ থেকে জাহাজটি উদ্ধার করা হয়।
১৮০ ফুট লম্বা আর ১৭ ফুট উঁচু এই জাহাজ তুলতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী বার্জ, বিশেষ ক্রেন ও ডুবুরি। আশ্চর্যের বিষয়, এত বছর পরও জাহাজের রং আর প্লেট বেশ মজবুত রয়েছে।
এখন এটিকে কেটে টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে ভিড় করছেন বহু মানুষ—তাদের জন্য এটি যেন এক রোমাঞ্চকর ইতিহাসের সাক্ষাৎ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।