মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ফরিদপুরে আসন পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরে আসন পরিবর্তনের প্রতিবাদে ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা আজ সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। একইভাবে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকাতেও অবরোধ করা হয়।

ফলে দুই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, অন্তত পাঁচটি স্থানে স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছেন।

এর ফলে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসন বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে গত শুক্রবারও দুই দফা মহাসড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। উপজেলা প্রশাসনের দেওয়া তিন দিনের আল্টিমেটাম শেষে আজ ফের অবরোধে নামলেন তারা।

ভাঙা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, প্রশাসন ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top