বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার ডাকসু শুভেচ্ছা পোস্ট: ওসি প্রত্যাহার, জিডি দায়ের

মিঠু মুরাদ | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৩

মোহাম্মদ মোজাফফর হোসেন । ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানানোয় প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হয়। এতে লেখা ছিল: “শুভকামনা ২১, ১৭, ০৮” – যা ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।

পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

ওসি মোজাফফর দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল এবং উদ্দেশ্যমূলকভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top