৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ১৯:১৯

৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিচার বিভাগ গোপালগঞ্জ এ আলোচনা সভার আয়োজন করে।

রোববার (০৭ মার্চ) বিকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে-এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমান মাত্র ১ হাজার ৩’শ ৮টি শব্দে সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন। ১৯ মিনিটের ভাষণে কি ছিল না। সব কিছুই এ ভাষণে উঠে এসেছে। কোথায় কখন কি হবে সব নির্দেশনা ছিল। বঙ্গবন্ধুর ভাষণটি আজ বিশ্ব প্রামাণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top