কেক কেটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করলো পুলিশ
গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২১, ১৯:৫১
ঐতিহাসিক ৭ মার্চ পালন এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ।
গোপালগঞ্জ জেলা পুলিশ এ আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
আজ রবিবার (০৭ মার্চ) বিকালে স্থানীয় শেখ ফজলুল মনি অডিটরিয়মে অনুষ্ঠানে ২০ পাউন্ড ওজনের একটি কেক কেটে আনন্দ উদযাপন করেন অতিথিবৃন্দ।
পরে অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিবিআই এর পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন শেখ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা, আলোচনায় ৭ মার্চ এর তাৎপর্য এবং বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: কেক কেটে ঐতিহাসিক ৭ মার্চ পুলিশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।