গোদাগাড়ীতে জনগণের দানের টাকায় কেনা হলো অ্যাম্বুলেন্স
রাজশাহী থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১৮:৫৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নটি ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাটি থেকে অনেকটাই দূরে। রাত-বিরাতে এলাকার কেউ হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়াটাই ছিল কঠিন একটা কাজ।
সমস্যার সমাধানে ইউনিয়নের বাসিন্দারা নিজেদের টাকায় নতুন একটি অ্যাম্বুলেন্স কিনেছেন। দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার এই উদ্যোগ নিয়েছিলেন।
ইউনিয়নের মোট ১ হাজার ৪৯৯ জন অ্যাম্বুলেন্স কেনার জন্য টাকা দিয়েছেন। ইউপি কার্যালয়ে রশিদের মাধ্যমে টাকা নেয়া হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে ইউপি থেকে বিভিন্ন ভাতা ও উপকারভোগী ব্যক্তিরা তহবিলে টাকা জমা দিয়েছেন। দুবছরে টাকা উঠেছে মোট ১৫ লাখ টাকা। সম্প্রতি ৯ লাখ ৮০ হাজার টাকায় নতুন একটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে।
গতকাল বুধবার বিকালে ইউপি কার্যালয় চত্বরে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা অ্যাম্বুলেন্স কেনার জন্য টাকা দিয়েছিলেন তাদের প্রত্যেককে চিঠি দিয়ে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।