দখল হওয়া সরকারি খাল উদ্ধার করলো প্রশাসন

রাজশাহী থেকে | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ০১:২১

দখল হওয়া সরকারি খাল উদ্ধার করলো প্রশাসন

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নে দীর্ঘ ২০ বছর থেকে সরকারি খাল দখল পুকুর খনন করে ও পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করে আসছিলো এলাকার প্রভাবশালী মহল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা কোনাপাড়া এলাকায় সেই সরকারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ২০ বছর থেকে ওই এলাকার প্রভাবশালী মহল পানি প্রবাহ বন্ধ করে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলো। গত ৫ বছর থেকে পুকুর খননের হিড়িক পড়ে যাওয়ায় এতে সরকারি খাল দখল করে পানি প্রবাহ বন্ধ করে ওই এলাকায় ৪৫ থেকে ৫০ টি দীঘি ও পুকুর খনন করা হয়।

এলাকার প্রভাবশালী মাসুদ আলী, মজিবর রহমান, ওমরসহ আরো কয়েকজন অবৈধভাবে পুকুর খনন করে পানি চলাচলের পথ বন্ধ করে দেয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top