সৈয়দপুর পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র রাফিকা আকতার
নীলফামারী থেকে | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১৯:১৫
নীলফামারীর সৈয়দপুর পৗরসভার প্রথম নারী মেয়র হিসেব রাফিকা আকতার জাহান দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সৈয়দপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে দাপ্তরিকভাবে মেয়র পদের দায়িত্ব নেন তিনি।
এর আগে নতুন মেয়র ও কাউন্সিলররা সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মেয়রসহ কাউন্সিলররা পৌরসভায় এলে সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে পুষ্প বর্ষণের মাধ্যমে তাদের অভিনন্দিত জানানো হয়। এ সময় মেয়র রাফিকা আকতার জাহান বেরি হাতে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পৌরসভার প্রতিটি শাখা কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
নবনির্বাচিত মেয়র রাফিকা আকতার জাহানের দায়িত্বভার গ্রহণকালে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।