সাঘাটায় রাস্তা পাকাকরণের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ২০:২১

সাঘাটায় রাস্তা পাকাকরণের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের কালপানি গর্জন ভায়া পশ্চিম পবনতাইড় কাজী জাফর আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা ও সাঘাটা ডিগ্রী কলেজ মোড় হতে খামার পবনতাইড় পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি এ রাস্তা দুইটির পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এহসানুল কবির, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ দলীল লেখক সমিতির সাঘাটা উপজেলা সভাপতি আজিজার রহমান প্রমুখ।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top