সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ২৩:৫৮
সুনামগঞ্জের নওয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির ভাঙচুরসহ লুটপাটের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনটির আহবায়ক অ্যাড. পঙ্কজ কুমার মল্লিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, রঘুনাথ খাঁ, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তালা শাখার সহসভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা শাখার সদস্য সচীব গোপাল মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, হেফাজত ইসলামের একাংশের সভাপতি মামুনুল ইসলামের নির্দেশনায় গত বুধবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৯০ টি অধিক বাড়িঘর ও মন্দির ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে। হামলা চালানো হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার ওপরও। মামুনুল ইসলামকে নিয়ে ফেসবুকে এক হিন্দু যুবক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হেফাজত ইসলাম হিন্দুদের উপর এ ধরণের বর্বরোচিত হামলা চালায়। বক্তারা এ সময় সুনামগঞ্জসহ দেশব্যাপী সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।