সাঘাটায় রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী পালিত
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৮:৪৭
শনিবার (২০ মার্চ) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী পালন করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয় পার্টি।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদনি পালন উপলক্ষে ২০ মার্চ বিকেল ৪ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জুর বোনারপাড়াস্থ বাসায় কেক কেটে দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. এএইচ এমএ গোলাম শহীদ রঞ্জু।
সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় সাঘাটা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুলেট এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম মন্ডল, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন সরকার, গাইবান্ধা জেলা যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, জাপা নেতা আব্দুল কুদ্দুস, আহসান হাবিব রোজ, হাবিবুর রহমান, আসাদুল, মিজানুর রহমান, ওমর হোসেন আকন্দ, সাঘাটা উপজেলা জাতীয় ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান লিমন, আলতাফ হোসেন, জয়নুল আবেদীন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সাঘাটা উপজেলা জাতীয় পার্টি এবং যুব সংহতি,ছাত্র সমাজ সহ পার্টির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: গাইবান্ধা ৯২তম জন্মবার্ষিকী রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাঘাটা জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।