হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি গোপালগঞ্জে
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ২২:০৫
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি গোপালগঞ্জে। জীবনযাত্রাসহ সব কিছুই রয়েছে স্বাভাবিক। তবে জেলায় হরতালের কোন প্রভাব না থাকলেও পুলিশী নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটনাতে না পারে।
রবিবার (২৮ মার্চ) জেলা শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, প্রতিদিনের মত আজও গোপালগঞ্জে সকল দোকান-পাট, মার্কেট, বাজার খোলা রয়েছে। শহরজুরে মানুষের আনাগোনা অন্যান্য দিন থেকে বেড়েছে। জেলার সরকারি-বেসরকারি অফিস-আদালতের কার্যক্রমও রয়েছে স্বাভাবিক। ঢাকা, খুলনাসহ দূরপাল্লার বাস চলাচল রয়েছে স্বাভাবিক। জেলার অভ্যন্তরিণ সকল রুটে যান চলাচল ছিল স্বাভাবিক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১টা) জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর যায়নি। হরতালের সমর্থনে বা হরতাল বিরোধী কাউকে দেখা যায়নি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসন বলেন, গোপালগঞ্জে হরতালের কোন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত আজও একই ধরনের নিরাপত্তা রয়েছে। তবে আমরা সজাগ দৃস্টি রাখছি যাতে কেউ হরতালের নামে অরাজগতা সৃস্টি করে আইন শৃংখলার পরিস্থিত নস্ট করতে না পারে।
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।