বড়পুকুরিয়ায় অবৈধভাবে শ্রমিক নিয়োগ বন্ধের দাবিতে বিক্ষোভ
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০৩:৪১
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে অবৈধভাবে শ্রমিক নিয়োগ বন্ধে দাবিতে আন্দোলন পরিচালনা কমিটি বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকাল ১০টায় মিছিলটি কয়লাখনি চত্বর প্রদক্ষিন করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।
বক্তব্যে আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, দীর্ঘ ৪বৎসর ধরে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছি। ইতিমধ্যে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ অবৈধভাবে শ্রমিক নিয়োগ দিচ্ছেন (ড্রাইভার)।
তাদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নেওয়া হচ্ছে এবং জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে শ্রমিক নিয়োগের দাবিতে আন্দোলন করছি। আমরা রুটি-রুজির দাবিতে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করছি। সরকারের বাহিরে আমরা নই। আমরা শান্তিপুর্ণভাবে নিয়োগের দাবি করছি। আমাদের এ দাবি মেনে না নিলে এবং অবৈধভাবে শ্রমিক নিয়োগ বন্ধ না করলে দেশ স্বাভাবিক হলে আন্দোলনে যেতে বাধ্য হব।
কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, আমরা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে বহুবার বলেছি আমাদের প্রায় ১৫৩জন শ্রমিক বসে রয়েছে। তাদের কর্ম নাই। অনাহারে, অর্ধাহারে দিন যাপন করছে। তাদের জীবিকার তাগিতে তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবি করে আসছি।
এ বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী সরকারের সাথে নিয়োগের ব্যাপারে কথা বললে তিনি জানান, প্রতি বছর টেন্ডার দেয়া হয় এবং যে পার্টি পায় তারাই ব্লু-স্টারের মাধ্যমে লোক জনবল নিয়োগ করেন। আমার এখানে করার কিছু নেই।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দিনাজপুর বড়পুকুরিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।