অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তিতে আইসিসির সর্বোচ্চ চেষ্টা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ০১:০৫
অলিম্পিকে জনপ্রিয় খেলা ক্রিকেটকে যুক্ত করার ভাবনাটা বাস্তবতায় রূপ দেয়ার চেষ্টা দিতে আরও একবার চেষ্টায় নেমেছে আইসিসি। ২০২৮ সালে অলিম্পিকের আসর বসবে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে। সেখানে অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে হলেও ক্রিকেটকে অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ইতোমধ্যে অলিম্পিক সংস্থার পক্ষ থেকে ২০২৮ অলিম্পিক আসরে প্রাথমিক কর্মসূচির মধ্যে ২৮টি খেলার কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে জায়গা করে নিয়েছে স্কেট বোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। এই অবস্থায় দাঁড়িয়েও আইসিসি আশাবাদী শেষবেলাতে লস অ্যাঞ্জেলেস গেমসে অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে জায়গা করে নেবে ক্রিকেট।
২০২২ সালের ফেব্রুয়ারিতে চিনের বেইজিং শহরে ক্রীড়াসূচির লিস্ট ভোটাভুটির জন্য তোলা হবে। আয়োজক শহর লস অ্যাঞ্জেলেস অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে কোন খেলাকে ঢোকানোর সুপারিশ করতে পারে। ক্রিকেটের পাশাপাশি বেসবল, সফ্টবল এবং আমেরিকান ফুটবল অ্যাডিশনাল স্পোর্টস হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দৌঁড়ে থাকবে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।