টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
নেদারল্যান্ডসের লক্ষ্য ১৬৩ রান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০০:১৪
টিকে থাকার লড়াইয়ে নেদারল্যান্ডসকে ১৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও লঙ্কানদের স্কোরটা আশানুরূপ বড় হলো না। তবুও জিলংয়ের কার্দিনিয়া পার্কে জয়ের জন্য ১৬৩ রানও যথেষ্ট হতে পারে শ্রীলঙ্কার জন্য।
যদিও জয় পেলেই চলবে না শুধু, ব্যবধানটাও থাকতে হবে বেশি। অন্তত একশ রানের মধ্যে যদি ডাচদের বেধে রাখতে পারে শ্রীলঙ্কার বোলাররা, তাহলে ভালো একটা রান রেট পেয়ে যায় তারা। যা বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যেতে পারে লঙ্কানদের।
আসালঙ্কার বিদায়ের পর নিয়মিত বিরতিতে শ্রীলঙ্কা উইকেট খোয়ায়। তবে একপাশ আগলে রেখেছিলেন মেন্ডিস। তাতেই লঙ্কানদের লড়াকু পুঁজির আশা টিকে ছিল ভালোভাবেই। শেষে ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করেন কুশল মেন্ডিস।
তাতে লঙ্কানদের আশাও টিকে যায় ভালোভাবেই। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে এশিয়ান চ্যাম্পিয়নরা।
বিষয়: নেদারল্যান্ডস শ্রীলঙ্কা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।