টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
অ্যাডিলেইডে লিটন ঝড়ে বৃষ্টির হানা
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২, ০৪:৪৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের সামনে ভারতকে হারানোর জন্য লক্ষ্য নির্ধারিত হয়েছে ১৮৫ রান।
টাইগার ক্রিকেটারদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ফর্মে আছেন লিটন কুমার দাস এবং আফিফ হোসেন। এরমধ্যে লিটন চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ওপেনিং করতে নেমেছেন। আর ভারতের বিপক্ষে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন লিটন।
টাইগার এই ওপেনারের ঝড়ের তাণ্ডবে ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়া করার পথে উড়ছে বাংলাদেশ। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান।
এরপরই শুরু হয় বৃষ্টি। কিন্তু লিটন দাসের ঝোড়ো ব্যাটে বাংলাদেশ আছে বেশ এগিয়ে। ডি/এল স্কোরে ভারতের থেকে এখন ১৭ রানে এগিয়ে টাইগাররা। অর্থাৎ বৃষ্টির কারণে আর খেলা শুরু না হলে জিতে যাবে সাকিব আল হাসানের দল।
বিষয়: অ্যাডিলেইড বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।