বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বেন স্টোকস

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৫২

বেন স্টোকস

২০২২ সালের আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার বিজয়ী ঘোষণা করা হয়েছে। উসমান খাজা, কাগিসো রাবাদ ও স্বদেশী জনি বেয়ারস্টোকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন স্টোকস।

গেল এক বছরে ৩৬.২৫ গড়ে ৮৭০ রান এবং ৩১.১৯ গড়ে ২৬ উইকেট তাকে এই পুরস্কার এনে দেয়। তবে শুধুমাত্র তার রান ও উইকেটের বিচারেই এই পুরস্কার নয়, তার অধিনায়কত্বে গেল বছর অসাধারণ সাফল্য পেয়েছে ইংলিশরা। যার জন্য এই পুরস্কার পেলেন তিনি।

আরও পড়ুন: চিনির দাম আবারও বেড়েছে

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্টোকস দলকে ১০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৯ টেস্টেই জয় এনে দিয়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছেন। ভারতের সঙ্গে স্থগিত হওয়া একমাত্র টেস্টে পরাজিত করে ২-২তে সমতা এনেছেন। এছাড়া পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ইংল্যান্ড হোয়াইট ওয়াশ করেছে তার নেতৃত্বেই।

অথচ এমন জয়ের ধারাবাহিকতা ছিল না দলটির। স্টোকস অধিনায়ক হওয়ার আগে ইংল্যান্ড তাদের সাম্প্রতিক চারটি সিরিজের প্রতিটিতে পরাজিত হয়েছিল এবং তাদের আগের ১৭ টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিল। এরপর অধিনায়কের দায়িত্ব নিয়ে স্টোকসের ছোঁয়ায় রাতারাতি বদলে যায় দলটি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top