ওয়াশিংটনে দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু—নতুন চুক্তির দ্বার কি খুলছে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৩:২৮

ওয়াশিংটনে শুরু হলো দ্বিতীয় দফার শুল্ক আলোচনা—যেখানে বাংলাদেশ প্রতিনিধিদল এখন মুখোমুখি মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে। স্থল নয়, কূটনীতি চলছে বাণিজ্যের আকাশপথে। আজ বুধবার থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত এই আলোচনা চলবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ে—ইউএসটিআরে।
বাংলাদেশের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, উপস্থিত ওয়াশিংটনে। আর ঢাকার পক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এই আলোচনার সূত্রপাত হয় ৭ জুলাই—যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৪টি দেশের নেতাদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান। সেখানে শুল্ক পুনর্র্নিধারণের প্রস্তাব ছিল স্পষ্ট। সেই তালিকায় প্রথম সাড়া দেওয়া দেশগুলোর একটি বাংলাদেশ।
প্রথম দফার আলোচনা হয়েছিল গত ২৭ জুন। সেখানকার ইতিবাচক ফলের ভিত্তিতে এবার লক্ষ্য—দ্রুত একটি ‘উইন-উইন’ শুল্ক চুক্তি চূড়ান্ত করা।
প্রেস উইং থেকে জানানো হয়েছে—এই আলোচনাই হতে পারে বাংলাদেশের জন্য একটি নতুন বাণিজ্য অধ্যায়ের সূচনা। কারণ, যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য, তাই এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে লাখো শ্রমজীবী মানুষের ভাগ্য। এখন প্রশ্ন—এই আলোচনা কি হবে যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ? নাকি বাড়বে শুল্ক সংঘাত?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।