কান চলচ্চিত্র উৎসবে আজমেরী হক বাঁধন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ২২:৪৩

কান চলচ্চিত্র উৎসবে আজমেরী হক বাঁধন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ‘আ সারটেইন রিগার্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

৭ জুলাই বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কানের পালে দো ফেস্টিভ্যাল ভবন থেকে বাঁধন জানান, তারা লাল গালিচায় ফটোশুটে অংশ নিয়েছেন। টিমে মোট ৮ জন ছিলেন। বিকাল সোয়া তিনটায় সিনেমাটির প্রিমিয়ার শুরু হয়। দর্শক সারিতে পাশাপাশি বসে টিমের সবাই সিনেমা উপভোগ করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশী সিনেমা কান উৎসবে অফিসিয়াল সিলেকশনে আঁ সার্তে রিগায় স্থান পেলো। এই বিভাগে প্রথম ও দ্বিতীয় সিনেমার জন্য বিশ্বের তরুণ নির্মাতাদের জায়গা করে দেয় কান। এবং অবশ্যই সিনেমাগুলোতে কিছু বিশেষত্ব থাকতে হয়। যেমনটি রয়েছে রেহানা মরিয়ম নূর-এ। এই সিনেমায় চলমান জীবনের অভিজ্ঞতা দেখাতে চেয়েছেন পরিচালক সাদ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top