মহামারিতেও এফ নাইন এর আয় ৫০০ মিলিয়ন ডলার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ২৩:০৫
করোনা বাঁধা অতিক্রম করে মুক্তি পেয়েছে ইউনিভার্সালের অ্যাকশন-প্যাকড 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফ্র্যাঞ্চাইজির নবম সিক্যুয়েল 'এফ নাইন'। এরইমধ্যে বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে সিনেমাটি টিকিট বিক্রি করে।
মহামারী পরবর্তী সময়ে দুনিয়ার সব থেকে আলোচিত বক্স অফিস কালেকশনের তালিকার শীর্ষে 'ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন'। ২০১৯ সালের পর 'এফ নাইন' একমাত্র সিনেমা, যা বক্স অফিসে ৫০০ মিলিয়ন কালেকশনের এই রেকর্ড গড়েছে।
নিজ দেশের বাইরে আন্তর্জাতিক বক্স অফিস থেকে সংগ্রহ ৩৭৪ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে 'এফ নাইন'র। বাইরের দেশগুলোর মধ্যে সিনেমাটির সবথেকে বেশি ব্যবসা করেছে চিনে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।