দিলদারের অভাবে ১৮ বছর
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ২৩:৫৮
ঢাকাই সিনেমার হাসিমুখ দিলদাল। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে তিনি জীবনের মায়া কাটিয়ে চিরদিনের মতো পৃথিবী ত্যাগ করেন। ১৩ জুলাই এই নন্দিত কৌতুক অভিনেতার ১৮তম মৃত্যুবার্ষিকী।
১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন দিলদার। এসএসসি পাস করেই পড়াশোনার ইতি টানেন তিনি। ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
অভিনয় করেছেন ‘বেদের মেয়ে জোসনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলীর জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’সহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্রে।
সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। কিন্তু সে বছরই মারা যান তিনি। তার মৃত্যুর পর আরও অনেক কৌতুক অভিনেতা আসলেও দিলদারের অভাব পূরণ করতে পারেননি কেউই।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ঢাকাই সিনেমা দিলদার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।