করোনা আক্রান্ত মোস্তফা সরোয়ার ফারুকী

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ০৪:৩১

করোনা আক্রান্ত মোস্তফা সরোয়ার ফারুকী

এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার (৩১ জুলাই) নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড আইডি থেকে ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, 'সব রকম নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মানার পরও পজিটিভ আমি। দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল মজবুত রাখুন।' তবে কিছুদিন আগেই এই নির্মাতা করোনার টিকা নিয়েছিলেন।

চারদিন আগে টিকা নেয়া প্রসঙ্গে এক স্ট্যাটাসে ফারুকী লিখেছিলেন, 'ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ! সো, স্বাস্থ্য বিধি মেনে চলেন! ঘরে থাকেন! আর অবসরে লেডিজ অ্যান্ড জেন্টলমেন দেখতে পারেন!'

চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম "লেডিস অ্যান্ড জেন্টলম্যান"। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, মারিয়া নূর প্রমুখ।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top