আফগান নির্মাতার বক্তব্যে সায় দিলেন জয়া
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২১, ০০:৩৬
তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে শঙ্কায় আছে দেশটির চলচ্চিত্রাঙ্গনের মানুষ। এই অবস্থায় বিশ্ব চলচ্চিত্রাঙ্গনের কাছে আফগানিস্তানের চলচ্চিত্র নির্মাতা ও সাধারণ নারীদের তালেবানদের হাত থেকে রক্ষার অনুরোধ জানিয়েছেন দেশটির চলচ্চিত্র নির্মাতা সাহরা কারিমি।
কারিমির দাবি, তালেবানদের লক্ষ্য নারী ও সংস্কৃতিমনাদের দমিয়ে রাখা। এই নির্মাতার বক্তব্যকে সমর্থন জানিয়ে জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেন, 'আফগানিস্তানের যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়েমুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়ই মেয়েদের দিকে ওঠে। সাহরা করিমি যে আহ্বান জানিয়েছেন, মন থেকে আমি তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারব জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করব।'
নারীর উপর অত্যাচার হলে সবাইকে সরব হওয়ার আহ্বান জানিয়ে জয়া বলেন, ‘ওখানকার যে সব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যেকোনো দেশেই মেয়েদের উপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজকে আফগানিস্তানের যা হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।’
সাহরা কারিমি আফগানিস্তানের একমাত্র নারী, যার চলচ্চিত্র বিষয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে। ‘হাভা, মরিয়ম, আয়েশা’ - তার নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। ২০১৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আফগানিস্তান তালেবান সাহরা কারিমি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।