আফগানদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০৮:০২

আফগানদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

ব্যক্তিজীবনকে ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন অ্যাঞ্জেলিনা জোলি। সামাজিক যোগাযোগমাধ্যম অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মেও তাই তার নেই উপস্থিতি। তবে সেই অবস্থান থেকে সরে আসতে দেখা গিয়েছে জনপ্রিয় এই হলিউড তারকাকে।

শুক্রবার (২০ আগস্ট) ইনস্টাগ্রামের বাসিন্দা হয়েছেন জোলি। তবে ইচ্ছার পরিবর্তন কিংবা খেয়ালের বশে নয়! মূলত আফগানদের পাশে দাঁড়াতেই তার ইনস্টাগ্রামে আসা।

প্রমাণ পোস্টেই একটি চিঠি শেয়ার করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। তাতে লিখেছেন,‘এই চিঠি আফগানিস্তানের একটি বাচ্চা মেয়ে আমাকে পাঠিয়েছে। আফগান লোকজন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করতে এবং স্বাধীনভাবে মতামত তুলে ধরতে পারছে না। মৌলিক মানবাধিকারের দাবিতে সারা বিশ্বে যারা লড়াই করছেন, সেসব লোকদের গল্প ও কণ্ঠস্বর তুলে ধরতেই আমি ইনস্টাগ্রামে এসেছি।’

শুক্রবারের ওই ইনস্টাগ্রাম পোস্টে ছিল এক আফগান শিশুর হাতে লেখা একটি চিঠি। নিরাপত্তার স্বার্থে মেয়েটির নাম ও অবস্থান অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ওই শিশু লিখেছে, ‘আমরা আবার বন্দী হয়ে গেলাম। তালেবান আসার আগে আমরা সবাই ঠিকঠাক কাজে গিয়েছি, স্কুলে গিয়েছি।

সব ধরনের অধিকার আমাদের ছিল। আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার রক্ষা করতে পেরেছি। কিন্তু তারা আসতেই আমরা ভয় পেয়ে গেলাম। আমরা মনে করি, আমাদের সব স্বপ্ন হারিয়ে গেছে। আমাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। পড়ালেখা আর কাজ তো দূরের কথা, আমরা বাইরেই যেতে পারি না। কেউ কেউ বলছে, তারা পাল্টে গেছে। কিন্তু আমি তা মনে করি না। কারণ তাদের ভয়ঙ্কর অতীত আছে।’

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top