শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

জেমস'র জন্মদিন আজ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ১৮:২৫

জেমস

আমি তারায় তারায় রিটিয়ে দেব তুমি আমার" - এতোটা দাবি করে ভালোবাসা হয়তো আর কখনো দেখাতে পারেনি। কথা বলছি বাংলাদেশের অন্যতম রকস্টার, জেমস এর।

দেশের জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউলের কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম জেমস। যিনি উপমহাদেশে জেমস নামেই বেশি পরিচিত। তবে ভক্তদের কাছে তার আরেক নাম গুরু। আজ ৫৬ পেরিয়ে ৫৭ বছরে পা দিলেন এই রক লিজেন্ড।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে। ১৯৮০ সালে তিনি ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’।

জেমসের অন্যান্য অ্যালবামগুলো হল ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’,‘লেইস ফিতা লেইস’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’, ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top